ঢাকা | মে ১, ২০২৫ - ৩:৩৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের দায়ে বাবা-ছেলে গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, April 30, 2025 - 10:34 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় গৃহকর্মীকে ধর্ষণের দায়ে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের যদু ফকিরের ছেলে জমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ধর্ষণের শিকার ওই নারী দীর্ঘ ৫ বছর ধরে তাদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন।

এই সুযোগে বাবা ও ছেলে নিয়মিতভাবে ধর্ষণ করেন তাকে। এতে বর্তমানে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ওই গৃহকর্মীর মা বাদী হয়ে থানায় পৃথক দুটি ধর্ষণের মামলা দায়ের করেছেন।

এ দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS