শুধুমাত্র নামের কারণে ১৬ বছর বগুড়া বৈষম্যের শিকার: সারজিস

বগুড়া প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাইজুড়ে যে অভ্যুত্থান হয়েছে তার মধ্যে বগুড়া ছিল অন্যতম।
বগুড়ায় আমার ভাইদের একটার পর একটা শহিদ করা হয়েছে। শুধুমাত্র নামের কারণে গত ১৬ বছর বগুড়া বৈষম্যের শিকার ও বঞ্চিত হয়েছে।
বুধবার বিকালে বগুড়ার শহিদ টিটু মিলনায়তন চত্বরে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আমাদের দাবি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনকে সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ করা হোক। এ আওয়ামী লীগ শুধুমাত্র চব্বিশের গণঅভ্যুত্থানেই ছাত্র-জনতাকে হত্যা করেনি।
তারা পিলখানায় দেশপ্রেমিক সেনাসদস্য, শাপলা চত্বরসহ দেশের শতশত মানুষকে হত্যা করেছে। সারাদেশে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে, গুম করেছে। সেই আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পারেনা।
তিনি বলেন, আমরা স্পষ্ট করে এনসিপির মাধ্যমে বলতে চাই আমাদের এই বগুড়ায় বিমানবন্দর লাগবে। আন্তর্জাতিক স্টেডিয়ামে বগুড়ার মাঠে খেলা চাই। আওয়ামী লীগ এ দেশে কোনোভাবে রাজনীতি করেতে পারবে না।
এনসিপি কেন্দ্রীয় সংগঠক জুথি অরণ্যের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম-মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক মাসুদুল ইসলাম সোহাগ, বগুড়ার শহিদ রাতুলের ভাই হামজা, শহিদ সেলিমের ভাই উজ্জ্বল, এনসিপি কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিন, সদস্য রফিকুল ইসলাম কনক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়ার সাধারণ সম্পাদক সাকিব খান, ওয়ারিওস অফ জুলাই বগুড়ার আহ্বায়ক মুশফিক, এনসিপি বগুড়া জেলার সংগঠক লিটন, যুবনেতা মিশু, ছাত্র সংগঠক নুর মোহাম্মদ জুবায়ের, অ্যাডভোকেট এজাজ আল ওয়ারিস জিম, আসিফ মনির, জান্নাতুন নাইম, শওকত ইমরান।