ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ৪:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ‘খামারি’ মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, April 30, 2025 - 12:24 am

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে ‘খামারি’ মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সয়েল এক্সপার্ট, ক্রপ জোনিং প্রকল্প, বিএআরসি, ঢাকা ছাব্বির হোসেন। ডিএই কর্তৃক ধানের উপর ‘খামারি’ মোবাইল অ্যাপ সার সুপারিশ ব্যবহার করে সম্পন্নকৃত প্রদর্শনী ট্রায়ালের ফলাফল উপস্থাপন করেন কৃষিবীদ সারমিন সুলতানা।

‘খামারি’ মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক উপস্থাপন করেন পরিচালক (কম্পিউটার ও জিআইএস ইউনিট) এবং পিআই, ক্রপ জোনিং প্রকল্প, বিএআরসি, ঢাকা হাসান হামিদুর রহমান। ক্রপ জোনিং সিস্টেমের উপর উপস্থাপনা করেন প্রজেক্ট ম্যানেজার, ক্রপ জোনিং প্রকল্প, বিএআরসি, ঢাকা আবিদ হোসেন চৌধুরী।

অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক, ডিএই, রাজশাহী অঞ্চল ড. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোতালেব হোসেন।

সভাপতির বক্তব্য রাখেন সদস্য পরিচালক, এইআরএস বিভাগ, বিএআরসি, ঢাকা ড. মোশাররফ উদ্দিন মোল্লা।

Hi-performance fast WordPress hosting by FireVPS