মোহনপুরে আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি: মোহনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা এগারোটার সময় উপজেলা হলরুমে নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা ইমাম হোসেন শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, মোহনপুর থানার সেকেন্ড অফিসার মোদাচ্ছের।
জাহানাবাদ ইউনিয়ন পরিষদের প্রতিনিধি আব্দুর রশিদ, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রতিনিধি আমিনুল ইসলাম, ধুরইল ইউনিয়ন পরিষদের প্রতিনিধি জাহাঙ্গীর আলমসহ মোহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেলসহ সকল দপ্তরের কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক প্রতিরোধ বিষয়ে প্রাধান্য পায়।