ঢাকা | মে ১, ২০২৫ - ৪:০০ পূর্বাহ্ন

মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট: Wednesday, April 30, 2025 - 11:31 pm

স্টাফ রিপোর্টার: প্রকৃত মাদক ব্যবসায়ীকে আড়াল করে, গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নের ভূবনপাড়া গ্রামের নিরাপরাধ ইলিয়াস আলীকে ষড়যন্তমূলক মিথ্যা মাদক মামলা দিয়ে আটকের প্রতিবাদে বুধবার দুপুরে রাজশাহী সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইলিয়াস আলী ইউনিয়নের ভুবনপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে ইলিয়াসের ছোট ভাই ফারুক লিখিত বক্তব্যে উল্লেখ করেন তার বড় ভাই ইলিয়াশ আলী কৃষি কাজ করেন। তিনি কখনো মাদক ও রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডের সাথে যুক্ত নয়। অথচ তাঁকে মাদক মামলা দিয়ে আটক করা হয়েছে। এতে করে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

তিনি বলেন, চরআষাড়িয়াদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আয়নাল হক বাবু। নির্বাচনের সময়  তার পক্ষে কাজ না করায় সে সময় থেকে তিনি তাদের ওপরে ক্ষীপ্ত ছিলেন। সেই সুযোগে তার বড় ভাইকে মাদক মামলায় ফাঁসাতে সরাসরি সহযোগিতা করেন।

তিনি আরও উল্লেখ করেন, ৯ জুন ২০২৩ সালে নেত্রকোনার মালা, গাজীপুরের খোরশেদ  আলম ও পিপাসা আক্তারকে হাতে নাতে মাদকসহ আটক করার সময় পিপাসা পালিয়ে গেলেও অন্য দুইজন আটক হন।

এটা নিয়ে পুলিশ বাদি হয়ে গাজীপুর মহানগর থানায় মাদক মামলা করেন। মামলায় অজ্ঞাত নামে গোদাগাড়ী উপজেলার রুবেল, ইলিয়াস, তরিক ও আবুল খায়ের তাদের সকল ঠিকানা অজ্ঞাত নামে মামলা হয়।

সেই সুযোগে ইউপি সদস্য আইনাল হক বাবু প্রকৃত মাদক ব্যবসায়ী ইউনিয়নের বাড়িনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইলিয়াস আলীকে আড়াল করতেই এই ষড়যন্ত্র করেন।

ওই সময়ে এ মামলা থেকে বাঁচানোর জন্য তাদের কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করলে টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবু বলেন, তোর ভাইয়ের নামে মাদক মামলা হয়েছে। দেখে নেবো বলে হুমকি দেন।

তিনি আরো উল্লেখ করেন, প্রকৃত আসামী ইলিয়াস আলী ও একজন সহযোগিকে গত ২০২৩ সালের ২৬ জুন নিজ বাড়ি থেকে হেরোইন ও অস্ত্রসহ র‌্যাব-৫ আটক করে।

রোজার ঈদের পরে ইলিয়াস আলী জামিনে মুক্ত হয়ে এসেই ইউপি সদস্য বাবুর সাথে যোগসাজস করে গোদাগাড়ী থানা পুলিশকে ডেকে নিয়ে এসে বাড়িতে কৃষি কাজ করার সময় তার ভাই ইলিয়াসকে আটক করায়। সেই থেকে তিনি গাজীপুর জেলে আটক আছেন। তার ভাই সম্পূর্ন নিরাপরাধ ও ষড়যন্ত্রের শিকার।

এই মামলাটি পুণরায় তদন্ত করে প্রকৃত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বিজ্ঞ আদালত ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি। সেইসাথে দোষি ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি তার নিরাপরাধ ভাইয়ের নি:শর্তভাবে মুক্তি দাবি করেন তিনি।

এদিকে এলাকার জনগণের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তারা ইলিয়াস আলীকে নিরাপরাধী বলে উল্লেখ করেন। সেইসাথে ইলিয়াস আলীসহ ঐ পরিবারের কেউ মাদক কিংবা অন্য কোন অপরাধমূলক কাজের সাথে যুক্ত নয় বলে জানানা তারা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিকটিমের চাচা জালাল উদ্দীন ও আল্লাম শেখ এবং ভাই ইব্রাহিম আলী।

Hi-performance fast WordPress hosting by FireVPS