বিসিডিএস জেলা কমিটি বাতিলসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার: বিসিডিএস জেলা কমিটি বাতিলসহ বিভিন্ন দাবিতে গত তিনদিন ব্যাপী রাজশাহী মহানগরী ও বিভিন্ন উপজেলায় সাধারণ ওষুধ ব্যবসায়ীদের সমর্থন ও কেন্দ্র্রীয় সভাপতি বরাবর স্মারক লিপিতে স্বাক্ষর গ্রহণ শেষে প্রদান করা হয়।
সাধারণ ওষুধ ব্যবসায়ীগণ স্বতঃস্ফূর্ত ভাবে এই কার্যক্রমে অংশ গ্রহণ করেন। কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি বরাবর উক্ত স্মাারক লিপিতে, বি সি ডি এস রাজশাহী জেলা শাখার চলমান মেয়াদের অকার্যকর কমিটি বাতিল, কেন্দ্রীয় সহ -সভাপতি পদ থেকে আনসারুল হকের অব্যহতি, প্রস্তাবিত কমিটি অনুমোদনসহ কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য দাবি জনানো হয়।
স্মাারক লিপি তে উল্লেখ করে হয়, বর্তমান এই কমিটি কোন সদস্যই সাধারণ ওষুধ ব্যবসায়ীদের পাশে থাকেন না, ড্রাগস, ভোক্তা ও কসমেটিক আইনে প্রায়ই সাধারন ওষুধ ব্যবসায়ীদেরকে জরিমানা/ হয়রানিমূলক মামলার শিকার হতে হয়।
বর্তমান এই কমিটির পক্ষ থেকে জরিমানার ফি কমানো/ মওকুফ এর জন্য ম্যাজিষ্ট্রেট এর নিকট অনুরোধ বা কোন প্রকার কার্যকর ভূমিকা পালন করেন না।
সার্বিক বিষয়াদি বিবেচনা করে, বি সি ডি এস রাজশাহী জেলা শাখার অকার্যকর কমিটি বাতিল, কেন্দ্রীয়সহ-সভাপতি পদ থেকে আনসারুল হকের অব্যহতি, সাধারণ ওষুধ ব্যবসায়ী অধিকার সংরক্ষণ ফোরাম কর্তৃক প্রস্তবিত নির্বাহী কমিটি অনুমোদনের জন্য জোর দাবি জানানো হয়।
সাধারণ ওষুধ ব্যবসায়ী অধিকার সংরক্ষণ ফোরাম কর্তৃক প্রস্তবিত ও সমর্থিত নির্বাহী কমিটি অনুমোদন করা হলে, এমআরপি বাস্তবায়ন , নকল ভেজাল, আন রেজিষ্টার্ড ওষুধ বিক্রয় বন্ধে কার্যকরী ভূমিকা রাখা সহ সকল ওষুধ ব্যবসায়ীদের সর্বদা পাশে থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
সাধারণ ওষুধ ব্যবসায়ী অধিকার সংরক্ষণ ফোরামের পক্ষে, ড.ফযসাল কবির চৌধুরীর নেতৃত্বে মুশফেকুর রহমান, লাকী জাহিদ হোসেন, মোশারফ হোসেন, মুসা কলিমুল্লাহ, মঞ্জুর আলম, শামসুদ্দিন লিটন, শামীম আলী, ইকবাল হোসেন, আব্দুল হাকিম, এ এসএম রফিক প্রমুখ এই কার্যক্রম পরিচালনা করেন।