পবার দারুশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব আলীর ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি: পবা উপজেলার দারুশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সোহরাব আলী মাস্টার (৫৯) মঙ্গলবার সকাল ৬:১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি— রজিউন)।
গত ৬ মার্চ ব্রেন স্ট্রোক করলে- তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর ব্রেনের অপারেশন করা হলেও অবস্থার কোন পরিবর্তন হয়নি এবং সেই থেকে জ্ঞানও ফেরেনি।
এতদিন তিনি অচেতন অবস্থায় নিথর হয়ে হাসপাতালে আইসিইউতে ছিলেন৷ অবশেষে ৫৩দিন অজ্ঞান অবস্থায় থেকে- তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসন্তান ও এক পালিত কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ জোহর দারুষা পশ্চিমপাড়া নিজ গ্রামের (পারিবারিক গোরস্থানে) জানাজা শেষে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।
সোহরাব আলি মাস্টার ১৯৯৬ সালে দারুশা বাজারের পাশে- নিজ জমিতে বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তাঁর প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ২০০৭ সালে এমপিও ভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৩জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কর্মরত রয়েছেন।