স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকা ও মহানন্দা আবাসিক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেছে আরডিএ কর্তৃপক্ষ।
বুধবার সকালে পদ্মা আবাসিক এলাকার বিভিন্ন প্লটের ফ্ল্যাটে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান, জেনারেল স্টোর সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকদের ৭ থেকে ৩০ দিনের মধ্যে এই সব অবৈধ স্থাপনা বন্ধ করার নির্দেশ দেন আরডিএর ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এবং এস্টেট অফিসার বদরুজ্জামান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল তারিক, সহকারি প্রকৌশলী শেখ কামরুজ্জামান, জুনিয়র এস্টেট অফিসার নাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও পদ্মা আবাসিক এলাকার হজোর মোড়ে অবস্থিত ফুটপাতে গড়ে উঠা চায়ের দোকানসহ বিভিন্ন ধরনের দোকানীদের ৭দিনের মধ্যে তাদের দোকান সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেন আরডিএ’র অবৈধ উচ্ছেদ পরিচালনাকারী কর্মকর্তাবৃন্দ।
এসময় পদ্মা আবাসিক এলাকায় বিভিন্ন ফ্লাটের মালিকগণ তাদের বাসার সামনে সরকারি জায়গার কিছু অংশ ঘিরে রাখার বেড়াগুলি ভেঙ্গে ফেলা হয়েছে।
এই অভিযানে নেতৃত্ব দেন আরডিএ‘র ম্যাজিস্ট্রেট মশিউর রহমান । অভিযান চলাকালে তিনি বলেন, আরডিএ চেয়ারম্যানের নির্দেশনায় পদ্মা ও
আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৫টি এবং মহানন্দা আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ১টি স্থাপনার মালিকদের বিভিন্ন মেয়াদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে আরডিএ‘র এই অভিযান অব্যাহত থাকবে।