ঢাকা | মে ১, ২০২৫ - ৪:৪৩ পূর্বাহ্ন

পত্নীতলায় নদীর পানিতে ডুবে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • আপডেট: Wednesday, April 30, 2025 - 10:54 pm

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে গিয়ে ওয়াজেদ  (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরের দিকে পত্নীতলা মোড় আত্রাই নদীর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াজেদ ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের শরিফের ছেলে। তবে  খুব ছোট থেকে পত্নীতলা মোড় এলাকায় মৃত আব্দুল লতিফের ছেলে তার মামা  রাকিব হোসেন বাড়িতেই থাকে।

১২ বছর আগে তার মা বাবার বনিবনা না হওয়ায় তার মামারা তার মাকে বাবার কাছ থেকে ডিভোর্স দিয়ে ছাড়িয়ে আনেন সে তার নানার বাড়িতেই বেড়ে উঠে এবং এখানেই পড়াশুনা করে। ওয়াজেদ পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের  এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,  গতকাল বুধবার তার ব্যবহারিক পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে বাড়ি এসে  দুপুরে বন্ধুদের সঙ্গে ওয়াজেদ গোসল করতে আত্রাই নদীতে যায় ।

নদীতে যেয়ে ৫ জন বন্ধু মিলে একটি ডিঙি নৌকায় উঠে নদীর মাঝখানে যেয়ে সে নৌকা ডুবে  যায় ওয়াজেদ  সাঁতার না জানার কারনে পানিতে তলিয়ে যায়। বন্ধুরা উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হয়, স্থানীয়রা খবর পেয়ে তাকে পানি থেকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, মৃতদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS