নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রকের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলীর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ইউনিভার্সিটির ১০৩ নং কক্ষে এই শোক সভার আয়োজন করা হয়। সভায় মরহুম জোনাব আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন এবং কর্মদক্ষতা নিয়ে আলোচনা করা হয়।
শোক সভায় বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, ট্টেজারার প্রফেসর আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মকসুদুর রহমান, কলা ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. আব্দুর রউফ।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাসান ঈমাম সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুম জোনাব আলীর বড় মেয়ে জীবন আরা বেগম, জামাতা আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
শোক সভা থেকে মরহুম জোনাব আলীর প্রতি কৃতজ্ঞতা, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল দিবাগত রাত ১.৩০ মিনিটে মো. জোনাব আলী নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।