সোনালী সংবাদ

বিএনপি-যুবদলের ৩ নেতা আটক

the black handcuffs on wooden background

ধানের ট্রাকে চাঁদাবাজি

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন।

জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকা থেকে ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয় দুটি ট্রাক।

ট্রাক দুটি শেরকোল শাহী বাজারে আসলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ তার অনুসারীরা। ধানের মালিক আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ধানের মালিক আবু বক্কর বলেন, ধানের ট্রাক রওয়ানা দেয়ার পরে কয়েকজন এসে আমাদের ট্রাকে চাঁদা দাবি করেন। রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগে তিনজনকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।

Exit mobile version