সোনালী সংবাদ

পুঠিয়া উপজেলা ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়া উপজেলা ওলামা লীগের সভাপতি রবিউল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে  কান্দ্রা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (ক্রীড়া) পদে কর্মরত রয়েছেন।

বুধবার ভোর ৪টার দিকে উপজেলার কান্দ্রা গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছে, তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে। পুলিশ তাকে কয়েক মাস ধরে খোঁজছিল।

পুঠিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, অভিযুক্তকে আদালতের নির্দেশে জেল হাজাতে পাঠানো হয়েছে।

Exit mobile version