শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়াসহ অন্যরা।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক, বাল্যবিয়ে, চোরাচালান রোধ ও কিশোর গাং দমনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। পরে উপজেলা পরিষদের সাধারণ মাসিক সভা অনু্ষ্িঠত হয়।