তানোরে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও নগদ অর্থ বিতরণ করলেন ইউএনও

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ভিক্ষুক পুনর্বাসনে ১০টি ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসব ছাগল ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ওয়াজেদ আলী প্রমুখ।