ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস: প্রশংসায় ভাসছেন সাদেক আলী

  • আপডেট: Tuesday, April 29, 2025 - 10:38 pm

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে ৭৫ বছর বয়সে ডিগ্রি পাস করে প্রশংসায় ভাসছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা উজানপাড়ার সাদেক আলী প্রামাণিক।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।

সোমবার ঘোষিত বিএসএস পরীক্ষার ফলাফলে তিনি ২.৭৫ সিজিপিএ পেয়ে পাশ করেছেন। পেশায় কৃষক সাদেক আলী প্রামাণিক এক ছেলে এবং দুই মেয়ের পিতা।

সাদেক আলীর ছেলে নাটোরের দিঘাপাতিয়া এমকে কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন জানান, তার বাবা ১৯৭৪ সালে এসএসসি এবং ১৯৭৬ সালে এইচএসসি পাশ করেন।

আর্থিক অনটন এবং বিভিন্ন সমস্যার কারণে আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি; কিন্তু উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন হতে তিনি দূরে সরে যাননি। তিন ছেলেমেয়ের লেখাপড়া শেষ হওয়ার পর তিনি তার স্বপ্ন বাস্তবায়নের জন্য ২০২০ সালে বাউবির নাটোর দিঘাপতিয়া এম কে কলেজে ভর্তি হন।

২০২৪ সালের ১ জানুয়ারি মোটরসাইকেল দুর্ঘটনায় তার বাবার বাম পায়ের দুটি হাড় ভেঙে যায়। সেই ভাঙা পা নিয়ে তিনি ক্র্যাচে ভর দিয়ে ৩য় থেকে ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সোমবার প্রকাশিত ২০২২ সালের চূড়ান্ত পরীক্ষার ফলাফলে তিনি অবতীর্ণ হওয়ায় বাবার সঙ্গে পরিবারের সবাই খুব খুশি।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক পরিচালক ড. মো. আজিজুল হক বিষয়টি নিজের ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন- অভিনন্দন হে অকুতোভয় যোদ্ধা! আপনার অদম্য ইচ্ছা আর অক্লান্ত পরিশ্রমই এ বয়সে এই সাফল্য এনে দিয়েছে।

নলডাঙ্গা উপজেলার শিক্ষাবিদ অধ্যাপক ড. জিয়াউল হক তার নিজের ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন- ভাঙা পা নিয়ে ক্র্যাচে ভর দিয়ে ৭৫ বছর বয়সে এ অর্জনে প্রমাণ হয়েছে দৃঢ়বিশ্বাস এবং কঠিন মনোবল থাকলে সব সম্ভব।

সাদেক আলী প্রামাণিক শিক্ষাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসেন বলে এ অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS