ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ২:৩৭ পূর্বাহ্ন

সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে হুমকি

  • আপডেট: Tuesday, April 29, 2025 - 12:49 am

স্টাফ রিপোর্টার: নগরীর আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের এডহক কমিটি গঠনে বহিরাগতদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষকবৃন্দ।

সোমবার কলেজের শিক্ষক রুমে সংবাদ সম্মেলনে শামীম আরা বেগম মিঠু‘র স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ মো. আলমগীর হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজটি ১৯৯৫ সালে নগরীর তেরখাদিয়া এলাকায় প্রতিষ্ঠিত হয়।

আলহাজ্ব সুজাউদ্দৌলা সাহেবের ৫ সন্তান কলেজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কলেজটি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন সুজাউদ্দৌলা সাহেবের ছেলে মরহুম আখতারুজ্জামান বাবলুর মেয়ে ফৌজিয়া আবিদা জেসি ও ফৌজিয়া আক্তার জিসা গত ২৩ এপ্রিল কিছু বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ভারপ্রাপ্ত অধক্ষ্যকে কলেজের গুরুত্বপূর্ণ কাগজপত্র দেয়ার জন্য

চাপ দেয় এবং মোবাইলে ভিডিও লাইভ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালানোর ভয়ভীতি প্রদর্শন করে।
সংবাদ সম্মেলনে আনিত অভিযোগের বিষয় নিয়ে ফৌজিয়া আবিদা জেসির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে “তিনি সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি জানান।

Hi-performance fast WordPress hosting by FireVPS