রাণীনগরে ইরি-বোরো ধান মাড়াই শুরু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো ধান পেকে যাওয়ায় গ্রামীন জনপদে পুরোদমে মাড়াই শুরু হয়েছে। কৃষক-কৃষাণীরা ধানের কাজে ব্যস্ত সময় পার করছেন।
আবহাওয়া ভালো আর মাড়াই কাজে আধুনিক যন্ত্রের ব্যবহারের কারণে পাকা ধানগুলো দ্রুত সময়ের মধ্যে কাটা মাড়াই শেষ হবে এমনটাই আশা করছেন চাষিরা। ফলন আর দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা।
৮টি ইউনিয়নের প্রতিটি মাঠে মাঠে সোনালী ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে। পরন্ত বিকালের সূর্যের আলোতে ধানের ক্ষেতে সোনালী রংয়ের মুগ্ধতা ছড়াচ্ছে। ইতি মধ্যে প্রায় ৩০শতাংশ ধান কাটা হয়েছে।
উপজেলা কৃষি অফিস বলছে, ৮টি ইউনিয়নে প্রায় ১৯হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষ হয়েছে।
সময় মতো চারা লাগানো নিবিড় পরিচর্যা, সার সংকট না থাকা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কারণে প্রয়োজন মতো সেচের সুযোগ পাওয়ায় এবার ইরি-বারো ধানের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। সম্প্রতি কয়েক দিন আগে হালকা বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ধানের আংশিক ফলন কম হতে পারে।
উপজেলা কৃষি আফিসার কৃষিবিদ মোস্তাকিমা খাতুন বলেন, উপজেলায় চলতি মৌসুমে ইরি-বোরো ধান অনেক ভালো হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ধানের ভালো ফলন পাবে চাষিরা।
ইতি মধ্যে প্রায় ৩০ শতাংশ ধান কাটা মাড়াই শেষ হয়েছে।