ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট: Tuesday, April 29, 2025 - 1:08 pm

স্টাফ রিপোর্টার: ছয় দফা দাবি আদায়ে শাটডাউন কর্মসূচিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখানে দাবি আদায়ের নানা স্লোগান দিচ্ছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, কেন্দ্রীয় ঘোষনা অনুসারে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করছেন তারা। তাদের ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

এদিকে গত ২১ এপ্রিল রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে আছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে।

এছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS