রাজশাহী কর বিভাগের অবসরপ্রাপ্তদের আহ্বায়ক কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী কর বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং শওকত আলীকে সদস্যসচিব করে এই কমিটি গঠিত হয়।
রোববার রাতে নগরীর একটি রেস্তোরায় রাজশাহী কর বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন জাতীয় রাজস্ব রোর্ড-এনবিআরের অবসরপ্রাপ্ত সদস্য ড. খন্দকার ফেরদৌস আলম, অবসরপ্রাপ্ত কর কমিশনার আবুল কালাম, উপ-কর কমিশনার আলী আশরাফ ও উপ-কর কমিশনার নজরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কর পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক। রাজশাহী কর অঞ্চলের প্রয়াত সদস্যদের আত্মার সাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আনোয়ার হোসেন।