ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ২:৩৪ পূর্বাহ্ন

রাজশাহীতে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, April 29, 2025 - 12:29 am

স্টাফ রিপোর্টার: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্যানেল আলোচক ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. রোজি আরা খাতুন ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সারোয়ার জাহান।

সেমিনারে জানানো হয়, দেশে বর্তমানে প্রাপ্ত বয়স্কদের মৃত্যুর ২৫ শতাংশ হচ্ছে তামাকজনিত কারণে এবং দেশের ফুসফুস ক্যান্সারের ৭০ শতাংশই ধূমপায়ী। বাড়িতে একজন ধূমপান করলে ধূমপায়ী ছাড়াও ওই বাড়ির আরও অনেকেই ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে মহিলারা। আর গর্ভবতী মহিলা হলে তার গর্ভের সন্তানও এ ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয়।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ধূমপান থেকে বিরত রাখতে ছেলেদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার পরামর্শ প্রদান করেন।

একই সাথে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে গঠিত উপজেলা কমিটিগুলোকে সক্রিয় করার প্রতিও গুরুত্বারোপ করেন তারা। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে গঠিত  রাজশাহী বিভাগীয় কমিটির সদস্যরা সেমিনারে অংশগ্রহন করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS