ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

বেতারের মহাপরিচালকের রাজশাহী কেন্দ্র পরিদর্শন

  • আপডেট: Tuesday, April 29, 2025 - 11:49 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বেতারের রাজশাহী আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেছেন।

তিনি কেন্দ্রের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন ও খোঁজ খবর নেন।

এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ সৈয়দ জাহিদুল ইসলাম, রাজশাহীর আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন, আঞ্চলিক প্রকৌশলী মো: গোলাম মুক্তাদিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরে তিনি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

মহাপরিচালকের আগমন উপলক্ষে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বুধবার সকাল ১১ টায়  মহাপরিচালক রাজশাহী বেতার ভবনে স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

এছাড়া গতকাল সকালে মহাপরিচালক বাংলাদেশ বেতার কাহালু বগুড়া কেন্দ্র পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS