ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, April 29, 2025 - 11:34 pm

বাঘা প্রতিনিধি: ‘সংঘাত নয়, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘাতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) এর আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত, পবিত্র কোরআান তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

বাঘা উপজেলা (পিএফজি) সদস্য অপূর্ব কুমার সাহার সঞ্চালনায় ও দি হাঙ্গার (পিএফজি) অ্যাম্বাসিডর ও বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আখতার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন।

সভায় সংলাপের সার সংক্ষেপ ও করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর রাজশাহী জেলার কো- অরডিনেটর এস এম শফিকুর রহমান। তিনি সংলাপের ১১টি ঘোষণাপত্র পাঠ করেন।

সংলাপে বক্তব্য রাখেন বাঘা পৌর জামায়াতের আমির সাইফুল ইসলাম, বাঘা প্রেসক্লাব আহ্বায়ক আব্দুল লতিফ মিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা শাখার সভাপতি আব্দুস সালাম লাভলু, বাঘা উপজেলা মহিলা বিএনপির নের্ত্রী সেলিনা আখতার শাপলা, বাঘা উপজেলা আওয়ামীলীগ নের্ত্রী আদরী বেগম, জাতীয় পার্টির নের্ত্রী পারুল খাতুন, ইমাম কামরুজ্জামান, সাজেদুর রহমান, এনজিও কমী আবু বাক্কার সিদ্দিক, বিএনপির নেতা আমিরুল ইসলাম।

Hi-performance fast WordPress hosting by FireVPS