ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, April 29, 2025 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারায় ছয় বছরের ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জয়নাল খাঁ (৭০)।  মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে জয়নাল খাঁ শিশুটিকে টাকা দেয়ার লোভ দেখিয়ে গ্রামের একটি পানবরজে নিয়ে যান। সেখানে শিশুটি নির্যাতনের শিকার হয়।

ঘটনার সময় স্থানীয় একজন তরুণ ও শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে সেখানে যান। এসময় জয়নাল পালিয়ে যান। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়। পরে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS