ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় কালামের অবৈধ সম্পত্তি পুর্নবাসনের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: Tuesday, April 29, 2025 - 11:36 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার সাবেক এমপি আবুল কালাম আজাদের অবৈধ দখল করা সম্পত্তি পুর্নবাসনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাহেরপুর পৌরসভার হরিতলা মোড়ে সড়কের দুই পার্শ্বে দাঁড়িয়ে এলাকাবাসী, ব্যবসায়ী এবং তাহেরপুর কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন শেষে সড়কের তিন মাথার মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন- তাহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন, তাহেরপুর কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুর রশিদ, ইংরেজি বিভাগের অধ্যাপক আবু সাইদ, রসায়ণ বিভাগের অধ্যাপক সিরাজুল ইসলাম, গণিত ভিভাগের অধ্যাপক খলিলুর রহমান, বিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক সুমাইয়া আক্তার, বাংলা বিভাগের প্রভাষক রইচ উদ্দিন, প্রদর্শক মোজাম্মেল হক, শিক্ষক প্রতিনিধি সোহেল রানা, তাহেরপুর পৌর কৃষকদলের আহ্বায়ক আলাল উদ্দিন ও তাহেরপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সুজন আহম্মেদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, তাহেরপুর কলেজ চত্বরের ভেতরে ও কলেজের চারদিকে সাতটি পুকুরসহ প্রায় তিন একর ভিপি সম্পত্তি রয়েছে। ওইসমস্ত সম্পত্তি কলেজের নামে ৯৯ বছরের জন্য লীজ নেয়া আছে।

কিন্তু বাগমারা আসনের কারাবন্দি সাবেক এমপি আবুল কালাম আজাদ তাহেরপুর পৌরসভার মেয়র থাকাকালে ক্ষমতার জোরে ওইসব সম্পত্তি পৌরসভার নামে অবৈধভাবে দখল করে নেন।

বর্তমানে তিনি কারাগারে বন্দি থাকলেও তার দখল করা ওইসব সম্পত্তি বাগমারার ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) পুর্নবাসনের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন বক্তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, তাহেরপুর পৌরসভার ভিপি সম্পত্তিতে অবস্থিত ৪১টি ঘর আগে পৌরসভার নামে বরাদ্দ ছিল। কিন্তু গত ৫ আগস্টের পর ঘরগুলো জোরপূর্বক দখল করে নিয়ে তাহেরপুর কলেজের নামে ভাড়া দেয়া হয়। এ কারণে আইন অনুযায়ী সরকারি সম্পতি উদ্ধার করা হয়েছে।

এতে স্বার্থের ব্যাঘাত ঘটায় তাহেরপুর পৌর আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান বিপ্লবের নেতৃত্বে তার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে সরকারি সম্পত্তি উদ্ধারে বাঁধা সৃষ্টি করা হচ্ছে বলে ইউএনও দাবি করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS