পাবনার ঈশ্বরদীতে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাদশা হোসেন (৫৫) ঈশর^দী উপজেলার পাকশী যুক্তিতলা এলাকার মৃত দেলবার হোসেনের ছেলে।
সে মুদি দোকানি ও জমি কেনা বেচার ব্যবসা করতেন। সোমবার রাতে ঈশ্বরদী উপজেলার উমিরপুর রেল লাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি তাকে অপহরণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের ছেলে মিঠুন জানান, গত দুইদিন আগে তার বাবার কাছে চাঁদা দাবি করে।
সেই টাকা না দেয়ায় সোমবার রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদী উপজেলার তালতলা মোড় এলাকা থেকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে তার বাবা বাদশা হোসেনকে তুলে নিয়ে যায়।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর রেল লাইনের পাশ থেকে তার দ্বিখন্ডিত মরদেহ পাওয়া যায়।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।