ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ৩:১৩ অপরাহ্ন

এবার প্রিয়াঙ্কা চৌধুরীর টার্গেট অভিনয়

  • আপডেট: Tuesday, April 29, 2025 - 12:04 pm

অনলাইন ডেস্ক : গত কয়েকবছর ধরে ‘বর্ষা সুন্দরী’ নামে একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ও কলকাতার উদ্যোগে। এ আয়োজনে অংশ নেন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের প্রতিযোগিরা।

সম্প্রতি ‘সেলিব্রিটিস চয়েজ’ নামে একটি ফ্যাশন হাউজের ফটোশুট মডেল হয়েছেন। পাশাপাশি দেশের পরিচিত  কয়েকটি ফ্যাশন হাউজেরও মডেল হয়েছেন তিনি।

আগামীর স্বপ্ন নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির অনেক প্রখ্যাত শিল্পীর অভিনয় আমি দেখেছি। তাদের দেখে স্বপ্ন বুনেছি, একদিন আমিও অভিনয় করবো, তাদের মতো বড় শিল্পী হবো। সেই স্বপ্ন নিয়েই একটি প্লাটফরমের মধ্য দিয়ে নিজের মেধা ও সৌন্দর্য্য কিছুটা হলেও প্রমাণ করতে পেরেছি বর্ষা সুন্দরী অপরূপার মাধ্যমে।

আমি জানি এখানে কাজ করতে হলে অনেক ধৈর্য্য ধরতে হয়, কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়। আমি মানসিকভাবে নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। আমার বিশ্বাস ভালো গল্প পেলে এবং মনের মতো চরিত্র পেলে আমি নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পারবো। বাকীটা সময়ই বলে দিবে।’

এ অভিনেত্রী শিগগিরই তার বিশ্ববিদ্যালয় জীবন শুরু করবেন বলে জানিয়েছেন। লেখাপড়ার পাশাপাশি অভিনয় চালিয়ে যাবেন তিনি।

Hi-performance fast WordPress hosting by FireVPS