ঢাকা | মে ৬, ২০২৫ - ৯:২০ অপরাহ্ন

মুন্ডা চিরায়ত সংঙ্গীত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, April 29, 2025 - 12:35 am

স্টাফ রিপোর্টার: মুন্ডা চিরায়ত সংঙ্গীত প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার গোদাগাড়ী  উপজেলার বটতলি গোগ্রাম মুন্ডা গ্রামে এই অনুষ্ঠান হয়।

আদিবাসী জনগোষ্ঠীর মুন্ডা সম্প্রায়ের সংখা সল্পতার কারনে ভাষা সংস্কৃতি বিলুপ্তি ও অন্যান্য ঐতিহ্য বিলীন হবার পথে, এজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় অডিও, ভিডিও নির্মানের উদ্দেশ্যে মুন্ডা আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের ২০ জন শিক্ষার্থীকে নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্রনাথ সিং প্রধান অতিথি থেকে প্রশিক্ষনার্ণীদের সনদ প্রদান করেন।

এসময় বাংলা গানের প্রশিক্ষক কবির আহমেদ বিন্দু, সাঁওতালি গানের প্রশিক্ষক মানুয়েল সরেন, নির্বাহী কমিটির সদস্য সুসেন কুমার শ্যামদুয়ারসহ গ্রাম প্রধান উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS