ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলাহাট (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা, আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, সার্বজনীন জন্মনিবন্ধন টাস্ক ফোর্স, আইসিটি সংক্রান্ত ও উপজেলা ইনোভেশন টিমের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত নিশাত আনজুম অনন্যার সার্বিক তত্বাবধানে সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভোলাহাট থানার এসআই আব্দুল বারী, ইউপি চেয়ারম্যানগণ, সদর ইউপি চেয়ারম্যানের পক্ষে প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ্, দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক চুটু ও জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়া, বীর মুক্তিযোদ্ধা তৈমুর হোসেন প্রমুখ।