জনতা ব্যাংক অবসরভোগী কল্যাণ সমিতির সভা

প্রেস বিজ্ঞপ্তি: জনতা ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত এবং রাজশাহীতে বসবাসকারী নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণের সমন্বয়ে সাধারণ সভা বড়কুঠি নদীর পাড়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে তাপস কুমার মজুমদার সভাপতি ও আলিফ উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট ‘জনতা ব্যাংক অবসরভোগী কল্যাণ সমিতি’, রাজশাহী নামে সংগঠনের অনুমোদন করা হয়।
উক্ত সংগঠন জনতা ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত এবং রাজশাহী জেলায় বসবাসকারী সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণের সার্বিক কল্যাণ ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।