ভোলাহাটে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণের উদ্বোধন

ভোলাহাট(চাঁপাই)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চলতি মৌসুমে উপসী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি দপ্তরের সামনে উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা বিএমডিএ’র সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, আরডিও সবুজ আলী, পল্লী বিদ্যুৎ ভোলাহাট জোনের ডিজিএম ইব্রাহিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আজমীর শেখ উপস্থিত ছিলেন।