পোরশায় সুফলভোগীদের মাঝে দানাদার খাদ্য বিতরণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ পোরশায় “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় সুফলভোগীদের মাঝে দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৮৫০ জন মুরগি পালনকারী সুফলভোগীর মাঝে ৩০.৯ কেজি এবং ৬৬৫ জন হাঁস পালনকারী সুফলভোগীর মাঝে ৪১.৯ কেজি করে দানাদার খাদ্য বিতরণ করা হয়।
প্রাণীসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে খাদ্যগুলি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান। এসময় থানা অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, এলডিডিপি ডা. গোলাপ হোসেনসহ সুফলভোগীগণ উপস্থিত ছিলেন।