ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ৫:০৪ পূর্বাহ্ন

পোরশায় প্রাথমিক শিক্ষক মাহমুদের ইন্তেকাল

  • আপডেট: Monday, April 28, 2025 - 9:43 pm

পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার পাঁচড়াই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুর রহমান (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী……রাজিউন)।

তিনি হৃদরোগ জনিত কারণে গত রোববার ঢাকার একটি বেসকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার সকাল ১০টায় তার নিজ গ্রাম পাঁচড়াইয়ে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। মৃতুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃতুতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আকবর আলী, আমিনুর রহমান শাহ্, আশফাকুল আসেকিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রইচ উদ্দিন, প্রধান শিক্ষক মাসুদুর রহমান শাহ্, মজিবর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকগণ শোক প্রকাশ করেছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS