ঢাকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৮:৪৪ অপরাহ্ন

লালপুরে অসুস্থ গরু জবাইয়ের অপরাধে জরিমানা, মাংস জব্দ

  • আপডেট: Sunday, April 27, 2025 - 11:30 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বিক্রয়ের জন্য অসুস্থ গরু জবাইয়ের অপরাধে এক কসাইকে জরিমানা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাংস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 শনিবার রাত ১১টার সময় উপজেলার লালপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুল কবিরের ভ্রাম্যমান আদালত।

জানা যায়, লালপুর বাজারে বিসমিল্লাহ গোসতের দোকানের স্বত্বাধিকারী রিমা শেখ অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয়ের প্রস্তুতিকালে সংবাদ পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) মাহিদুল ইসলাম গরুটিকে পরীক্ষা নীরিক্ষা করেন বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ। অভিযোগ প্রমাণিত হওয়ায় রিমা শেখকে ২০ হাজার টাকা জরিমানা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাংস জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুল কবির জানান, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতিকালে বিসমিল্লাহ গোশতের দোকানের স্বত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা ও অস্বাস্থ্যকর মাংস জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS