াকা | এপ্রিল ২৭, ২০২৫ - :২৫ অপাহ্ন

শিরোনাম

রুয়েটে বিশ্ব মেধা সম্পদ দিবস উদযাপিত

  • আপডেট: Sunday, April 27, 2025 - 12:01 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর উদ্যোগে শনিবার বিশ্ব মেধা সম্পদ দিবস ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক-এর নেতৃত্বে র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ অংশগ্রহণ করেন।

উপাচার্য বলেন, মেধাসম্পদ বর্তমান বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অপরিহার্য একটি উপাদান। সকল সৃজনশীল শিল্পের মৌলিকত্ব ও উদ্ভাবন সংরক্ষণে মেধাস্বত্ব রক্ষা করা অত্যন্ত জরুরি।

তিনি এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মেধাসম্পদ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে উৎসাহ জোগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS