াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৪:০৩ পূর্বাহ্ন

রাশিয়ার মালিকানাধিন এনআইএস-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও দুই মাসের জন্য স্থগিত

  • আপডেট: Sunday, April 27, 2025 - 10:46 am

অনলাইন ডেস্ক : সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ শনিবার বলেছেন, রাশিয়ার মালিকানাধিন জ্বালানি সংস্থা এনআইএস-এর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা আরও দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। বেলগ্রেড থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

রাশিয়ার গ্যাজপ্রমের মালিকানাধীন এনআইএস সার্বিয়ার একমাত্র তেল শোধনাগার যা দেশটির অধিকাংশ জ্বালানির চাহিদা পূরণ করে।

যুক্তরাষ্ট্রের সাবেক সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের সময় গত জানুয়ারিতে এই সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের রুশ জ্বালানি খাতের বিরুদ্ধে প্রয়োগ করা একটি বিশদ নিষেধাজ্ঞার আওতায় আসে।

ফেব্রুয়ারির শেষে প্রথম এক মাসের জন্য মুলতবি করা হয়েছিল, এরপর মার্চের শেষে দ্বিতীয়বারের মতো আরও এক মাসের জন্য মুলতবি হয়। সর্বশেষ দুই মাসের জন্য মুলতবি এই নিয়ে তৃতীয়বার হলো, যা এখন ২৭ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘সার্বিয়ার নাগরিকদের জন্য সুসংবাদ। সার্বিয়া এনআইএস-এর উপর নিষেধাজ্ঞা আরও দুই মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করতে পেরেছে, যা ২৭ জুন পর্যন্ত কার্যকর থাকবে। সার্বিয়ার অবস্থান বোঝার জন্য আমরা আমাদের আমেরিকান অংশীদারদের ধন্যবাদ জানাই।’

এর আগে চলতি সপ্তাহে, এনআইএস ঘোষণা করেছিল যে তারা মার্কিন ট্রেজারি বিভাগে একটি বিশেষ লাইসেন্সের জন্য আবেদন করেছে, যাতে নিষেধাজ্ঞার সম্পূর্ণ বাস্তবায়ন আরও বিলম্বিত করা যায়। মূলত ২৮ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।

জানুয়ারি মাস থেকেই এনআইএস এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে এবং যেখানে গত ৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক ফোনালাপে ভুসিচ এনআইএস প্রসঙ্গে কথা বলেন। সে সময় ভুসিচ বলেছিলেন, ‘আমরা রাজনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি ৩১ মে’র মধ্যে কীভাবে একটি গ্যাস চুক্তিতে পৌঁছানো যায় এবং এনআইএস-এর উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি কীভাবে সমাধান করা যায়, সে নিয়েও আলোচনা করেছি।’

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরও সার্বিয়া মস্কোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আশাবাদ থাকা সত্ত্বেও, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে অস্বীকৃতি জানিয়ে আসছে।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ এর আগে বলেছিলেন, যদি নিষেধাজ্ঞা কার্যকর হয়, তাহলে তা সার্বিয়ার জন্য একটি গুরুতর আঘাত হবে, কারণ দেশটি রুশ গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল।

এনআইএস সার্বিয়ার একমাত্র জ্বালানী সরবরাহকারী এবং রাশিয়া থেকে গ্যাস পরিবহনকারী গ্যাস পাইপলাইনেরও প্রধান মালিক। এনআইএস-এর সর্বশেষ মালিকানা কাঠামো অনুযায়ী, গ্যাজপ্রম নেফ্ট প্রায় ৪৫ শতাংশ এবং গ্যাজপ্রম ১১ শতাংশ মালিকানার অধিকারী। প্রায় ৩০ শতাংশ মালিকানা সার্বিয়ার প্রজাতন্ত্রের হাতে রয়েছে। বাকি অংশের মালিকানা বর্তমান এবং প্রাক্তন কর্মচারী, সার্বিয়ার নাগরিক এবং সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS