াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ২:৪০ অপাহ্ন

রাবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

  • আপডেট: Sunday, April 27, 2025 - 11:48 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হলো বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫।

ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের আয়োজনে রোববার এক শোভাযাত্রা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান। শোভাযাত্রা উদ্বোধন করে উপাচার্য বলেন, শুধুমাত্র প্রাণীস্বাস্থ্য নয় মানবস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতকরণে ভেটেরিনারিয়ানদের ভূমিকা অনস্বীকার্য।

তিনি বিশ্ব ভেটেরিনারি দিবসের সফলতা এবং রাবিসহ সারাদেশের ভেটেরিনারিয়ানদের সমৃদ্ধি কামনা করেন।

শোভাযাত্রা শেষে বিভাগে ‘অহরসধষ ঐবধষঃয ঞধশবং ধ ঞবধস’ শীর্ষক শিরেনামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মোইজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো. মোজাফফর হোসেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর এস এম কামরুজ্জামান।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর তৌফিক আনাম আজাদ। এছাড়া আলোচক ছিলেন প্রাক্তন অধিকর্তা প্রফেসর জালাল উদ্দিন সরদার ও প্রফেসর সৈয়দ সরওয়ার জাহান।

শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS