াকা | এপ্রিল ২৭, ২০২৫ - ৫:২০ অপাহ্ন

শিরোনাম

নওহাটা পৌরসভায় রাস্তার কাজের উদ্বোধন

  • আপডেট: Sunday, April 27, 2025 - 12:04 am

স্টাফ রিপোর্টার: নওহাটা পৌরসভায় এডিপির অর্থায়নে সাড়ে ১১ লাখ টাকা ব্যয়ে ৫০ মিটার আরসিসি রাস্তা ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার পৌরসভা কমপ্লেক্সের ভিতরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ।

এসময় পৌর প্রশাসক বলেন, ‘নওহাটা মডেল পৌরসভার উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যেই বেশকিছু কাজ সম্পন্ন হওয়ায় পৌরবাসীর সুযোগ-সুবিধা বেড়েছে। বাকি কাজ বাস্তবায়ন হলে পৌরবাসীর চাহিদগুলো পূর্ণ হবে।

এরই ধারাবাহিকতায় এডিপির অর্থায়নে পৌরসভার মেইন গেট হতে গ্যারেজ পর্যন্ত ৫০ মিটার আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হলো।’

পৌর প্রশাসক আরও বলেন, ‘পৌরসভায় প্রয়োজনীয় ডাস্টবিন ও বিশুদ্ধ পানি সরবরাহসহ পৌরবাসী প্রতিনিয়ত আধুনিক সুযোগ-সুবিধা পাচ্ছেন। এছাড়াও পৌর এলাকার পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে।

পৌর এলাকার রাস্তাঘাটের সুবিধার্থে জনগণকে বিল্ডিং কোড মেনে পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে স্থাপনা নির্মাণ করতে হবে। এসময় তিনি পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নওহাটা পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, নওহাটা বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু বাক্কার সিদ্দিক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক, নওহাটা পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কর নির্ধারক হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী তৌফিক হাসান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Hi-performance fast WordPress hosting by FireVPS