ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ২:২৬ পূর্বাহ্ন

নওগাঁয় কবিতার সন্ধ্যা ‘ভাবের প্লাবনে তুমি মূর্ত চিরকাল’

  • আপডেট: Sunday, April 27, 2025 - 11:28 pm

নওগাঁ ব্যুরো: ‘ভাবের প্লাবনে তুমি মূর্ত চিরকাল’ এই স্লোগানে নওগাঁয় বরেণ্য কবি, প্রাবন্ধিক ও গবেষক আতাউল হক সিদ্দিকী’র কবিতায় আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের সংগঠন নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আতাউল হক সিদ্দিকীকে উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে আবৃত্তি শিল্পীরা আতাউল হক সিদ্দিকী’র কালজয়ী কবিতাগুলো থেকে নির্বাচিত অংশ পাঠ করেন।

এসময় জেলার কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আগমণে মিলনায়তন মুখরিত হয়ে উঠেছিল।

নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের উপদেষ্টা কবি বরেন্দ্র ফরিদ, সভাপতি মনোয়ার লিটন, সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ডাক্তার ময়নুল হক দুলদুল, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান,জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, নওগাঁ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তামিম মাহমুদ সিদ্দিক, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান,  নওরীন শারমিন, তানিয়া খন্দকার, সাভিয়া নাজনীন নীলা ও অসীম কুমার মহন্তসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে আতাউল হক সিদ্দিকীর সাহিত্যকর্ম ছড়িয়ে দেওয়াই ছিল মূল লক্ষ্য। আতাউল হক সিদ্দিকী জেলার পত্নীতলা উপজেলার আমাইড় গ্রামে ১৯৪৬ সালে ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুর রহমান সিদ্দিকী ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মা জোবেদা খাতুন গৃহিনী।

আতাউল হক সিদ্দিকী ১৯৬৪ সালে নিজ সম্পাদনায় প্রকাশিত নওগাঁ বিএমসি কলেজ বার্ষিকীতে গল্প রচনার মধ্যদিয়ে। এরপর আর থেমে থাকেনি তার লেখনি। তিনি মুলত একজন কবি, লেখক ও গবেষক।

১৯৭২ সালের ডিসেম্বর থেকে ২০০৩ সালের ডিসেম্বর পর্যন্ত কয়েকটি বেসরকারি ও সরকারি কলেজে অধ্যাপনা শেষে অবসর গ্রহণ করেন।

নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার লিটন বলেন- সাহিত্য, সাংস্কৃতিক, ইতিহাস এবং গবেণষায় যিনি সমৃদ্ধ করেছেন এই অঙ্গন তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় আতাউল হক সিদ্দিকী স্যার।

নওগাঁ’র বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন নিয়ে গঠিত সাংস্কৃতিক ঐক্য এই সৃজনশীল গুণি মানুষকে স্বশ্রদ্ধ সংবর্ধিত করতে পারায় আমাদের প্রাপ্তি।

নতুন প্রজন্মের মাঝে আতাউল হক সিদ্দিকী স্যারের সাহিত্যকর্ম ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

Hi-performance fast WordPress hosting by FireVPS