াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ২:১৫ অপাহ্ন

চীনা রাষ্ট্রদূত রাজশাহী আসছেন আজ

  • আপডেট: Sunday, April 27, 2025 - 11:38 pm

প্রেস বিজ্ঞপ্তি: আজ সোমবার ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen রাজশাহীতে Surface Water Plant Treatment Project এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করতে রাজশাহী জেলা সফর করবেন।

সফরকালে রাষ্ট্রদূত উক্ত প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, রফিকুল ম্যাঙ্গো প্ল্যানটেশন, বরেন্দ্র গবেষণা যাদুঘর পরিদর্শন করবেন বলে জানা গেছে।

সফর শেষে চীনা রাষ্ট্রদূত আগামী ২৯ এপ্রিল মঙ্গলবার ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS