াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৫:১৮ পূর্বাহ্ন

অভিনয়ের বাইরে শখের বশে গায়িকা হয়েছেন যেসব তারকা

  • আপডেট: Sunday, April 27, 2025 - 12:59 pm

অনলাইন ডেস্ক : নাটক-সিনেমার অভিনেত্রীদের অনেকেই ভালো গান গাইতে পারেন। অনেকেই ছোটবেলা থেকে গায়িকা হওয়ার স্বপ্ন দেখলেও, শেষতক হয়ে গেছেন নায়িকা।

অভিনয়ের বাইরে তাই এখন শখের বশে কণ্ঠে তোলেন গান। অবশ্য এটা যে শুধু ঢাকার বিনোদন জগতে তা নয়। বলিউড, টালিউডেও এমন অনেক উদাহরণ রয়েছে, যারা নায়িকার পাশাপশি গায়িকা হয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

পেশা হিসাবে না নিলেও, শখের বশে অনেকেই নিয়মিতই গান করেন। এ রকম কয়েকজন দেশি তারকা নিয়ে লিখেছেন রিয়েল তন্ময়।

বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া অভিনয়ের পাশাপাশি গানও করেন। হিন্দির পাশাপাশি ইংরেজি ভাষায় গান গেয়ে তিনি মাতিয়েছেন পশ্চিমা বিশ্ব। পিটবুলের সঙ্গেও গেয়েছেন এ অভিনেত্রী।

বলিউডের আরেক নায়িকা শ্রদ্ধা কাপুরও অভিনয়ের পাশাপাশি গান গেয়ে যাচ্ছেন সমানতালে। তার গাওয়া গান হিটও হচ্ছে। গায়িকা হিসাবে তার যাত্রা শুরু ‘হায়দার’ সিনেমার মাধ্যমে।

এ তালিকায় সবচেয়ে নাটকীয় অন্তর্ভুক্তি আলিয়া ভাটের। এ নায়িকার গলায় জাদু প্রথম খুঁজে পান ‘রকস্টার’ পরিচালক ইমতিয়াজ আলী।

এদিকে সমসাময়িকরা গলার জাদুর কারিশমা যখন প্রদর্শন করছেন, তখন সোনাক্ষী সিনহা পিছিয়ে থাকবেন, এটা কি হয়? ‘দাবাং’ নায়িকার আগেই ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’-এর বিচারকের আসনে বসার অভিজ্ঞতা হয়েছিল।

সংগীতের কলাকৌশল ভালোভাবে দখলে থাকলেও গাওয়াটা হয়ে ওঠেনি। সেটিও করে ফেললেন। টি-সিরিজের ব্যানারে গাইলেন নিজের প্রথম গান ‘ইশকোহলিক’।

এদিকে টালিউডের গানের দুনিয়ায়ও যুক্ত হয়েছে অনেক নায়িকার নাম। তার মধ্যে রয়েছেন স্বস্তিকা মুখার্জি, মিমিসহ অনেক তারকা।

নায়িকা থেকে গায়িকার এ প্রচলন অনেক আগে থেকেই। সব ইন্ডাস্ট্রিতেই এর ব্যবহার হয়ে আসছে। একটা সময় শুধু পেশাগত শিল্পীর গানেই ঠোঁট মেলাতেন অভিনয়শিল্পীরা।

কিন্তু এখন অনেক নায়িকা নিজের গানেই নিজে ঠোঁট মেলাচ্ছেন। শুধুই প্লে-ব্যাক নয়, মঞ্চেও গান গেয়ে দর্শক মাতাচ্ছেন অনেকে।

কয়েক বছর আগেও সিনেমার বাইরে নাটকে তেমন গান ব্যবহার হতো না। কিন্তু বর্তমানে নাটকেও বেড়েছে গানের ব্যবহার। সেসব গানে পেশাগত শিল্পীর পাশাপাশি কণ্ঠ দিতে দেখা গেছে দেশের নায়িকাদেরও।

শখের বশে গাইলেও গানগুলো হচ্ছে প্রশংসনীয়। তাই অনেকে আবার গানে হচ্ছেন নিয়মিত।

সিনেমা ও নাটকের নায়িকাদের মধ্যে এ তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, নুসরাত ফারিয়া, সাদিয়া জাহান প্রভা, নুসরাত ইমরোজ তিশা, তাসনিয়া ফারিণ, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ।

মৌসুমী

গায়িকা হওয়ার শখ থাকলেও শেষ পর্যন্ত নায়িকা হিসাবেই প্রতিষ্ঠা পেয়েছেন মৌসুমী।

ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তার বিশেষ দুর্বলতা। তাই তো গানের মায়া ছাড়তে পারেননি। নায়িকাখ্যাতি পাওয়ার পরও গানের সঙ্গ তার দূরত্ব বাড়েনি।

নব্বইয়ের দশকে মনতাজুর রহমান আকবরের ‘মগের মুল্লুক’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন মৌসুমী।

এরপর ‘ছায়া’সহ অনেক সিনেমায় তিনি গেয়েছেন। শুধু তাই নয়, মঞ্চে গান গেয়েও দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখছেন তার কণ্ঠের জাদুতে।

শাবনূর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। অভিনয়ে তার দখল ছিল সব সময়। কিন্তু তার মধ্যেও ছিল লুকায়িত আরেক প্রতিভা। ছোটবেলা থেকেই তিনি গুনগুন করে গলায় সুর তুলতেন।

তবে প্রকাশ্যে গান করবেন এমনটাও ভাবেননি হয়তো। তার এ প্রতিভার খোঁজ পান নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

নির্মাতার ‘এত প্রেম এত মায়া’ সিনেমার টাইটেল গানটি তিনি শাবনূরকে দিয়েই গাইয়েছেন এবং তা বেশ প্রশংসাও পায়।

পূর্ণিমা

একদিন ইনস্টাগ্রামে লতা মুঙ্গেশকরের ‘মে তেরে ইশক’ গানটি গেয়ে পোস্ট করেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার কণ্ঠে গান শুনে নোবেল, আঁখি আলমগীরের মতো তারকারা বেশ প্রশংসা করেন।

এরপর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ১২তম আসরে সংগীতশিল্পী ইমরানের জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ নতুনভাবে গাইলেন তিনি। এখনো ফুরসত পেলেই গিটার বাজান এ নায়িকা।

নুসরাত ফারিয়া

অভিনয়ের পাশাপাশি গানের চর্চাও চালিয়ে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ভিডিও আকারে একক গান প্রকাশ করছেন তিনি। ‘পটাকা’ গানের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন।

এরপর ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’, ‘বুঝি না তো তাই’সহ একাধিক গান প্রকাশ করেছেন। বলা যায়, শখের বশে হলেও এখন সিনেমা থেকে গান নিয়েই তার ব্যস্ততা বেশি।

গণমাধ্যমে বলেছিলেন, প্রতি বছরই নতুন গান নিয়ে হাজির হতে চান তিনি। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে সমালোচিত হওয়ায় কাজে একটু ভাটা পড়েছে। গান বা সিনেমায় তেমন তার ব্যস্ততা নেই।

‘জ্বীন-৩’ নামে একটি সিনেমা গত ঈদে মুক্তি পেলেও, দর্শক আগ্রহ না থাকায় নামানো হয়েছে প্রেক্ষাগৃহ থেকে।

নুসরাত ইমরোজ তিশা

নাটকের অভিনেত্রী হিসাবেই সর্বাধিক পরিচিত নুসরাত ইমরোজ তিশা। হঠাৎ করেই তিনিও আবির্ভূত হলেন গায়িকা হিসাবে। ‘অটোবায়োগ্রাফি’ শিরোনামে আনুষ্ঠানিকভাবে মৌলিক গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি।

এটি প্রকাশ হয়েছে অন্তর্জালের নানা শাখায়। তিশার অভিনীত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র জন্যই বানানো হয়েছে গানটি। যদিও এটি মূল সিনেমায় নেই। তাই আলাদাভাবে প্রকাশ করা হয়েছে।

তিশা জানান, ‘আমি গান করতাম, ইনফ্যাক্ট গান গেয়ে জাতীয় পর্যায়ের পুরস্কারও পেয়েছি। এটা অনেকেই জানেন। তবে অভিনয় ব্যস্ততায় দীর্ঘ সময় গান করা হয়নি।’

সাদিয়া জাহান প্রভা

সাদিয়া জাহান প্রভা ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে। তবে গানেও বেশ পটু এ অভিনেত্রী।

গেয়েছেন মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি। শ্রোতাপ্রিয় গানটি কভার করে নিজের ইউটিউবে প্রকাশ করেছেন কয়েক বছর আগে। ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী নিজেই।

প্রভা বলেন, ‘গান ছিল আমার প্রথম ভালোলাগা এবং ভালোবাসা। অনেক বছর চর্চা করিনি। ছোটবেলা থেকেই আম্মু আমাকে দিয়ে গান করাতে চেয়েছিলেন। কিন্তু আমার ভালো লাগত না। বন্ধুদের সামনে গুনগুন করতাম, তারা প্রশংসা করত, উৎসাহ দিত।’

তাসনিয়া ফারিণ

টিভি নাটক, সিনেমা, ওটিটি- সব মাধ্যমেই কাজ করছেন তাসনিয়া ফারিণ। শুরুটা বিজ্ঞাপন দিয়ে হলেও এখন অভিনয় নিয়েই তার ব্যস্ততা বেশি। এ অভিনেত্রীও ছোটবেলায় স্বপ্ন দেখতেন সংগীতশিল্পী হবেন।

কখনো চিন্তাও করেননি অভিনয়ে আসবেন। গান নিয়ে স্বপ্ন দেখতেন। তবে কাকতালীয়ভাবে গায়িকা না হয়ে হলেন নায়িকা! অভিনয়ে নাম লিখিয়েই বাজিমাত করেন। তবে পছন্দের বিষয় গানকে এখনো তিনি ধারণ করেন।

তাই তো মাঝে মাঝেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে গান গেয়ে প্রকাশ করেন তিনি। সেগুলো থেকে বেশ সাড়াও পান। গত বছরেই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গাওয়ার মধ্য দিয়ে তিনি গায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন।

তাহসান খানের সঙ্গে দ্বৈতভাবে ‘রঙে রঙে রঙিন হব’ গানটি গেয়েছেন তিনি।

জান্নাতুল সুমাইয়া হিমি

এ প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের প্রতিভার পাশাপাশি তার যে আরও একটি প্রতিভা আছে সেটা হয়তো জানেন না অনেকেই।

হিমি যেমন অভিনয়ে পারদর্শী তেমনি গানেও আছে অবাধ দখল। ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন তিনি। বরেণ্য শিল্পী ফেরদৌস আরার কাছেও গানের তালিম নেন।

তবে হাতেখড়ি হয় সাধনা মিত্রের কাছে। প্রথমবার গান করেন একটি নাটকে। ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘পরান পাখি’ নাটকে গেয়েছেন তিনি।

তবে সে সময় খুব একটা আলোচনা না হলেও, গান নিয়ে হিমি আলোচনায় আসেন গত ঈদুল ফিতরের প্রচারিত ইত্যাদিতে গাওয়া একটি গান নিয়ে। এতে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

দুজনে মিলে গেয়েছেন ‘তুমি আমায় ভালোবাসো’ শিরোনামের এ গানটি। এটিও শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা পায়।

Hi-performance fast WordPress hosting by FireVPS