ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ২:২৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে গুঁড়িয়ে দেয়া হলো ৯ ইটভাটা

  • আপডেট: Sunday, April 27, 2025 - 11:26 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুরে অভিযান চালিয়ে ১টি ইটভাটা সম্পূর্ণ এবং আরও ৮টি আংশিক ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

এ ছাড়াও মোট ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

রোববার দিনভর উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এতে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর পরিদর্শক শাহিন আলম। অভিযানে সহযোগিতা করেন র‌্যাব ও পুলিশ সদস্যরা।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করায় উল্লাপাড়ার মেসার্স নিও ব্রিকসের চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়াও আইন লঙ্ঘন করে ভাটা পরিচালনার দায়ে আরও ৮টি ইটভাটার কিলন ভাঙা হয়েছে এবং সবগুলোর বিদ্যুৎসহ বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় উল্লাপাড়ার মেসার্স আসল ব্রিকস, সুফিয়া ব্রিকস, ও এফএনএফ ব্রিকস ৬ লাখ টাকা করে এবং শাহজাদপুরের এমআরএম ব্রিকস ও এবিএম ব্রিকসকে ৬ লাখ টাকা করে, এমএমএইচ-১, এমএমএইচ-২ ব্রিকসকে ৫ লাখ টাকা করে ও মেসার্স এসআরএম ব্রিকসকে ৪ লাখ মোট ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Hi-performance fast WordPress hosting by FireVPS