াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৪:০৪ পূর্বাহ্ন

সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা করতে জরুরি সভা ডেকেছে বিসিবি

  • আপডেট: Sunday, April 27, 2025 - 7:31 pm

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ এবং ক্লাব, খেলোয়াড় ও বোর্ডের মধ্যকার বিশৃঙ্খল অবস্থা নিয়ে আলোচনা করতে একটি জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার বিকাল ৪টায় অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এই সভা শুরু হওয়ার কথা।

বিসিবি সূত্রে জানা গেছে, সভায় আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে কথা হবে, এজেন্ডায় রয়েছে আম্পায়ারিং নিয়ে আলোচনাও।

এছাড়া আরও যেসব বিষয়ে সাম্প্রতিক সময়ে বোর্ডকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে–সেগুলোও সভায় তোলা হবে।

এর আগে গত ২৪ মার্চ বিসিবির একটি জরুরি সভা হওয়ার কথা ছিল। সেদিন তামিম ইকবাল হঠাৎ খেলার মাঠে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তা বাতিল করা হয়।

এরপর গত এক মাসে বেশি কয়েকটি ঘটনা ঘটেছে, যা ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড ভালোভাবে সামাল দিতে পারেনি।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্টে সিরিজের আগে বিসিবি একটি জরুরি অনলাইন সভা ডেকেছিল। সেই সভায় বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাওহীদ হৃদয়ের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং পড়ে তার শাস্তি কার্যকর নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে।

এই ঘটনার জেরে বিসিবির চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা।

এছাড়া প্রায় আড়াইশ কোটি টাকার মতো ফিক্সড ডিপোজিটের অর্থ অন্য ব্যাংকে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েও বিতর্কের মুখ পড়তে হয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে।

Hi-performance fast WordPress hosting by FireVPS