াকা | এপ্রিল ২৮, ২০২৫ - :৩৮ পূর্বাহ্ন

শিবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

  • আপডেট: Sunday, April 27, 2025 - 10:10 pm

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত তাপদাহ ও ভ্যাপসা গরমে চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয়ের সামনে পরীক্ষার্থীদের মাঝে এসব বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী বেলাল ই বাকি ইদ্রিশীর নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজিব ওয়াদুদের নেতৃত্বে বিশুদ্ধ পানি বিতরণে ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিএনপি নেতা বেলাল ই বাকি ইদ্রিশীর নির্দেশনায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছি।

প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। পরীক্ষার্থী ও অভিভাবকরা এই উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Hi-performance fast WordPress hosting by FireVPS