ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ১:০২ পূর্বাহ্ন

শিরোনাম

রাস্তার পাশে মিলল শিশুর লাশ

  • আপডেট: Sunday, April 27, 2025 - 11:14 pm

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে রাস্তার পাশ থেকে সালমান হোসেন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার ছাইকোলা ব্রিজসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই সময় শিশুটির মাথা থেঁতলানো ছিল। মৃত সালমান উপজেলার চরনবীণ গ্রামের সাবের মন্ডলের ছেলে। পুলিশের ধারণা, দুর্ঘটনায় প্রাণ গেছে শিশুটির।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় সে। সন্ধ্যায় স্থানীয় একটি দোকানে চা খেয়ে ছাইকোলা ব্রিজ এলাকায় ঘোরাঘুরি করছিল।

রোববার ভোরে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে মশারি দিয়ে ঢেকে রাখা মাড়াই করা ভুট্টার ওপর সালমানের মাথা থেঁতলানো লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, ছেলেটা মানসিক ভারসাম্যহীন ছিল ও রাস্তার পাশে মাঝে মাঝেই ঘুমত বলে তার বাবা-মা জানিয়েছে। রাতে কোনো যানবাহন তাকে চাপা দিয়ে থাকতে পারে।

স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS