াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৭:৩৮ পূর্বাহ্ন

রাজশাহী পলিটেকনিকে সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, April 27, 2025 - 11:50 pm

স্টাফ রিপোর্টার: ছয় দফা দাবি আদায়ে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার বেলা সোয়া ১১টা থেকে ইনস্টিটিউটের প্রশাসন ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে ছয় দফা দাবি আদায়ে কারিগরি ছাত্ররা আন্দোলন করে আসছে।

শুধু একটি কমিটি গঠন করে দেয়া ছাড়া এখনো সরকার থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার বিষয়ে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। ইতিবাচক সাড়া না পেলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত এক মাস ধরে চলমান আন্দোলনের কারণে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ও দাপ্তরিক সব কাজ বন্ধ রয়েছে। প্রশাসনিক ভবনে তালা ঝুলছে গত কয়েকদিন ধরে।

Hi-performance fast WordPress hosting by FireVPS