বিজয়ের টেস্ট দলে নিয়ে যা বললেন: ফিল সিমন্স

অনলাইন ডেস্ক: চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বেশ ছন্দে রয়েছেন এনামুল হক বিজয়। চার সেঞ্চুরিতে তার রান ছিলো ৮৭৪। এমন পারফরম্যান্সের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন এই ওপেনার। তবে তার ডাক পাওয়া নিয়ে রয়েছে প্রশ্ন।
সাদা বলে পারফর্ম করে ডাক পেয়েছেন লাল বলের ক্রিকেটে। বিষয়টি ‘আদর্শ নয়’ বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। সেইসঙ্গে এছাড়া কোনো উপায় ছিল না বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (২৭ এপ্রিল) চট্টগ্রাম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন সিমন্স। এ সময় বিজয়ের টেস্ট দলে ডাক পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আদর্শ পদ্ধতি নয় (বিজয়ের দলে আসা)। কিন্তু যেভাবে টুর্নামেন্টগুলো সাজানো বাংলাদেশে, আপনার চার দিনের টুর্নামেন্ট বছরের শেষের দিকে।
এখন ডিপিএলের সময়, এখানে আমাদের পছন্দের কোনো সুযোগ নেই। আমরা জানি, উদ্বোধনী জুটি বেশ অনেকটা সময় ধরেই আমাদের জন্য সমস্যার কারণ। সর্বশেষ লাল বলের প্রতিযোগিতাতেও ভালো করেছেন বিজয়।
জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে করেন ১৩ ইনিংসে ৭০০ রান, যা দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৩ সালে অভিষেকের পর পাঁচটি টেস্ট খেলেছেন এই ওপেনার। তাতে তার পারফরম্যান্স মোটেও ভালো নয়। ১০ গড়ে করতে পেরেছেন মাত্র ১০০ রান।