াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৪:১৪ পূর্বাহ্ন

পেহেলগাঁওয়ের ঘটনায় যে পোস্ট দেওয়ার পর মুছে দিলেন মাহিরা খান

  • আপডেট: Sunday, April 27, 2025 - 7:24 pm

অনলাইন ডেস্ক : কাশ্মীরের পেহেলগাঁওয়ের হতাহতের ঘটনায় সাধারণ মানুষ নিন্দা জানিয়েছেন। এর পাশাপাশি বিনোদন জগতের তারকারাও নিন্দা প্রকাশ করছেন। শুধু বলিউড, টালিউড তারকারাই নন, পাকিস্তানি শোবিজ অঙ্গনের তারকারাও এ ঘটনায় মর্মাহত।

ইতোমধ্যে অনেক পাক তারকাই এ ঘটনার নিন্দার কথা বলেছেন। অভিনেত্রী মাহিরা খানও সামাজিক মাধ্যমে এ বিষয়ে নিন্দা প্রকাশ করেছেন। কিন্তু তার কয়েক ঘণ্টা পরই সেটি মুছেও দেন।

গত বৃহস্পতিবার আনুমানিক রাত ৯টার দিকে একটি স্টোরি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী মাহিরা খান। তিনি লিখেছেন—বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো হিংসাত্মক ঘটনা কাপুরুষতার পরিচয়।

পেহেলগাঁওয়ে নিহত সবার প্রতি আমি শোকাহত। কিন্তু সেই পোস্টটি ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই অর্থাৎ শুক্রবার সকালে মুছে দেন অভিনেত্রী। কেন এই পোস্ট মুছে দিলেন মাহিরা, তা নেটিজেনদের প্রশ্ন।

ইতোমধ্যে পাকিস্তান থেকে অভিনেতা ফাওয়াদ খান, হানিয়া আমির, মাওরা হোসেনও এ ঘটনার নিন্দায় সরব হয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পেহেলগাঁওয়ে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক প্রাণ হারিয়েছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS