পবায় শহিদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন জনি একাদশ

স্টাফ রিপোর্টার: পবায় শহিদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জনি একাদশ ও রানার্স আপ হয়েছেন মানিক ট্রেডার্স।
শনিবার পাকুড়িয়া স্কুল মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুর রহমান শরিফ।
পাকুড়িয়া যুব সংঘ আয়োজিত দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে।
এসময় নওহাটা পৌর কৃষকদলের ৬নং ওয়ার্ড সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি ও সাবেক কাউন্সিলর আবু বাক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আওয়াল উদ্দিন, জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদ, নেসকো প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজার শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ছানা উল্লাহ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী জাফর ইকবাল প্রমুখ।