নিয়ামতপুরে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে হত্যার প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী দুই পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।
রোববার বেলা ১১টায় থানা গেটের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শরীফুলের স্ত্রী শাহনাজ, ছেলে কুদ্দুস, বোন মোর্শেদা এবং নিহত আজিজুলের ভাই ফজলুর রহমান, ছেলে ফারুক, প্রতিবেশী নাজমা, শারমিন খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের রহস্যজনক কারণে গ্রেপ্তার করছে না। এ হত্যা মামলার মূল আসামি লালচানসহ সকল সদস্যদের সহযোগিতায় পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে জানান তারা।
এ ছাড়াও ঘটনায় জড়িত আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবিও জানান তারা। উল্লেখ্য, সম্প্রতি গ্রামে তুচ্ছ ঘটনা গাছ কাটাকে কেন্দ্র করে এক সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় শরীফুল ও আজিজুল নিহত হন।
এ ঘটনায় আহত হন আরও ১১জন। থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার দিনেই ১২ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এছাড়াও শুক্রবার দিবাগত-রাতে আরেকজন আসমিকে ধরতে সক্ষম হয়েছি। এ ঘটনায়া জড়িতদের গ্রেপ্তার করতে সার্বিক চেষ্টা অব্যাহত রয়েছে।