াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৪:১৫ পূর্বাহ্ন

নিজের নতুন ব্র্যান্ড চালু করলেন শাহরুখপুত্র আরিয়ান খান

  • আপডেট: Sunday, April 27, 2025 - 7:27 pm

অনলাইন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে ক্যামেরার পেছনে কাজ শুরু করছেন শাহরুখপুত্র আরিয়ান খান।

চলচ্চিত্রকার ও নির্মাতা হিসেবেই আত্মপ্রকাশ করতে চলেছেন এ তরুণ। অন্যদিকে নিজের ব্যবসায়িক ব্র্যান্ডের নতুন পণ্য চালু করতে এর মধ্যেই কলকাতায় আসেন আরিয়ান খান।

 শনিবার (২৬ এপ্রিল) ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের খেলা ছিল। সেদিন কলকাতার আইটিসি সোনার বাংলায় অনুষ্ঠিত হয় একটি বিশেষ অনুষ্ঠান। এ আয়োজনে আরিয়ান খান চালু করেন নিজের নতুন ব্র্যান্ড।

এর আগেও আইপিএলের খেলা দেখতে ইডেনে আসেন আরিয়ান। তবে এবার তিনি এসেছেন নিজে ব্যবসায়িক প্রচারে। বাবার মতো অভিনয়ে না এলেও বাবার মতোই পাকা ব্যবসায়ী ছেলে।

বছরখানেক আগে দুবাইয়ে নিজস্ব পানীয়ের ব্র্যান্ড চালু করেছিলেন শাহরুখপুত্র। সেই অনুষ্ঠানে ছেলের পাশে দাঁড়িয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন বাদশা। এবার সেই ব্র্যান্ডের নতুন পণ্য চালু করেছেন তিনি।

এ সময় আরিয়ান খানের সঙ্গে ছিলেন অনন্যা পান্ডে, সুহানা খান, সানায়া কাপুর ও প্রীতি জিনতা। কলকাতা নাইট রাইডার্স দলের কয়েকজন খেলোয়াড় বা কর্মকর্তাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS